বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কোথায়???

খবরটি যদি সত্য হয়, তাহলে তা কত বেশী ভয়ঙ্কর এবং বিপদজনক তা বুঝার মত মাথা ঘুমিয়ে পড়া এ জাতির আছে কিনা আমি জানি না। বাংলাদেশ সেনা বাহিনীর চাকুরী বিজ্ঞপ্তির কথা বলছিলাম [http://goo.gl/z0KBsI] ভারতের সরকারী চাকরী ওয়েবসাইটে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে কর্মসূত্র (http://www.karmakshetra.org/) নামের ওয়েবসাইটে।


এর আগেভুয়া ঠিকানা ব্যবহার করে ভারতীয় নাগরিকদের সরকার পুলিশে নিয়োগ দেয়ার কথা আমরা শুনেছি।। রিপোর্টখানা কেউ না দেখে থাকলে এই লিঙ্কে দেখতে পাবেন- https://www.youtube.com/watch?v=7NvH_PCM04c
 ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ভুয়া জন্ম নিবন্ধন ও নাগরিক সনদ সংগ্রহ করে এ নিয়োগ দেয়া হয়। তাছাড়া বিভিন্ন সময় মিছিলে অপেন ফায়ার ও রাতের আঁধারে ক্রসফায়ারের সাথে ভারতীয় বাহীনির প্রকাশ্য জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জি, এখন সেনাবাহীনি। বিজ্ঞপ্তিটা দেখে মনে হচ্ছে, এটি শুধু ভারতীয় লোক (এবং নিশ্চয় হিন্দুদের) নিয়োগ দেয়ার জন্যই প্রচার করা হচ্ছে। বাংলাদেশ নাগরিক হওয়াসহ কোন প্রকারের ডকুমেন্টের দরকার নেই। শুধু অনলাইনে বা মোবাইল এসএমএস’ই যথেষ্ঠ। এটিই যে এভাবে প্রথম নিয়োগ তা কিভাবে নিশ্চিত হবেন? এর আগে এভাবে বা গোপনে কি নিয়োগ দেয়া হয় নাই? অনলাইন বা এসএমএস’এ যে নাম গুলো আসবে, সে নামগুলোর জন্ম নিবন্ধন ও নাগরিক সার্টিফিকেট রেডি হয়ে যাবে একদিনের মধ্যেই। এভাবে চলতে থাকলে একজন হিন্দু এবং অবশ্যই একজন ভারতীয় নাগরিককে সেনাবাহীনি প্রধান হিসেবে দেখার জন্য সম্ভবত খুব বেশী দিন অপেক্ষা করতে হবে না। এরপর যা হবে সেটা হবে আরেক ইতিহাস...। 
সব কিছুই খুব ভালোভাবেই চলছে। প্রধানমন্ত্রীর ভারতীয় পতাকা গায়ে জড়ানো, রানা দাশ গুপ্তদের ভারতের হস্তক্ষেপ কামনা, হিন্দুদের পক্ষ থেকে সংসদে ৬০ টি আসন দাবি, সংবাদ সম্মেলনের ব্যানারে হিন্দি ভাষার ব্যবহার ও পুলিশে ভারতীয়দের নিয়োগের মত ঘটনাগুলো সেনাবাহীনিতে ভারতীয়দের নিয়োগ সংক্রান্ত বিষয়টি অত্যন্ত বিশ্বাসযোগ্য করে তুলে। আমরা দেশের জনগণ এটাকে কিভাবে দেখছি? খামখেয়ালী, তামাশা, ছেলে খেলা? জি, আমরা তামাশা ভাবতে ভাবতে তামাশা দেখতে থাকব। এদিকে কখনো নিরবে কখনো সরবে এভাবেই এগিয়ে যাবে ওদের প্লান !! আমরা ভাবতে থাকব কই, এখনো আমার বাসায় থাকা পতাকার রংতো লাল সবুজই আছে। এখনো ইন্টারনেটে র্সাচ করলে আমার পরিচিত মানচিত্রই তো শো করে। কাগজ কলম আর ইন্টারনেটের ঐ পতাকা ও মানচিত্র নিয়েই সন্তুষ্ট থাকব আমরা। আর এদিকে রচিত হতে থাকবে আরেকটি নতুন অধ্যায়। নবাব সিরাজ উদ্দৌলার পরাজয়ের আরেকটি ইতিহাস।




এ নিয়ে আমার আগের পোস্ট [www.saquibvai.blogspot.com/2016/04/blog-post.html]

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুরস্কের কে এই ফতুল্লা গুলেন??? বিস্তারিত জানতে পড়ুন।

আল্লাহর সাথে কথোপকথন- পর্ব ১

পুলিশে নিয়গেই যেখানে দুর্নিতি ও অবক্ষয়। নিরাপত্তার প্রশ্ন আজ কোথায়??? কারা এই নিয়োগ প্রাপ্তরা?