রমজানের ভুল ধারণা ( রোজা রেখে রক্তদান প্রসঙ্গে )
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
রমজানের ভুল ধারণা - ১
[রোজা রেখে রক্তদান প্রসঙ্গে]
রমজানের সময় মুসলিম নারী-পুরুষ সকলেই চায় আল্লাহর সান্নিধ্য অর্জন। একটু বাড়তি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করে তাদের চলা-ফেরা, আচার-ব্যবহার সহ জীবনের যে কোন পদক্ষেপে। সকলেরই আশা থাকে এই রহমতের মাস থেকে বাড়তি কিছু কামিয়ে নেয়া। তাই অনেক সময় অনেক স্বাভাবিক কাজের ব্যাপারেও সন্দেহ উঁকি দেয় মনে যে “রোজা রেখে এটা করা যায় কি?” তেমনই একটা সন্দেহ হচ্ছে “রোজা রেখে কি রক্তদান করা যায়?” এই নিয়ে আজকের লেখা...

#কেউ কেউ মনে করেন রক্তদান করা হারাম। তাদের যুক্তি হচ্ছে ইসলামে অঙ্গদান করা অবৈধ। এ সম্পর্কে একজন মুফতি সাহেবের সাথে আলোচনা করেছিলাম এবং একই সাথে নেটে কিছু ঘাটাঘাটি করে জানতে পারলাম যে, অঙ্গদাতার ক্ষতির আশংকা না থাকলে জীবিত অবস্থায় সে যে কাউকে তার অঙ্গ দান করতে পারবেন। কিন্তু তিনি অসিয়ত করে যেতে পারবেন না যেন মৃত্যুর পর তার অঙ্গ অমুককে দান করে দেয়ার জন্য। তাই এ কথা বলার অবকাশ নাই যে অঙ্গদান বা রক্তদান ইসলামে অবৈধ। তবে সকল আলেমের মতেই অঙ্গ বিক্রি বা রক্ত বিক্রি করা অবৈধ।
###এরপর আসি মূল টপিকে। রোজা রেখে রক্ত দেয়া যাবে কিনা? যারা এই প্রশ্নটি করেন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তারা রোজা ভঙ্গের কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না অথবা ওযু ভঙ্গের কারণ ও রোজা ভঙ্গের কারণের মধ্যে প্যাচ লাগিয়ে ফেলেন। রোজা ভঙ্গের কারণ সমূহের মধ্যে রক্ত বের হলে রোজা নষ্ট হয় এমন কোন পয়েন্ট নাই। রোজা ভাঙ্গে মূলত শরীরে কোন কিছু প্রবেশ করানো হলে। বমি হলে বা রক্তক্ষরণ হলে রোজার কোন ক্ষতি হয় না।
মাওলানা শামছুল হক ফরিদপুরী (রঃ) অনুদিত বুখারী শরীফের ১০০২ নম্বর হাদীসে বলা আছে যে হযরত আনাস (রাঃ) কে জিজ্ঞাস করা হল রোজা রেখে শিঙ্গা লাগিয়ে শরীর থেকে রক্তপাত ঘটানোর ব্যাপারে নবী (সাঃ) এর কোন নিষেধ আছে কিনা। তিনি বলেছেন যে রোজাদারের দুর্বলতার আশংকা না থাকলে নবী (সাঃ) এর কোন নিষেধ নাই।
আরো অনেক সহীহ হাদিসের থেকে জানা যায় যে শিঙ্গা লাগিয়ে রক্ত বের করলে রোজার কোন ক্ষতি হয় না। শিঙ্গা লাগানোর মানে হচ্ছে গরু বা মহিষের শিং দিয়ে দেহের থেকে রক্ত বা পুঁজ বের করার পদ্ধতি। আর এই রক্ত বের করা হলে রোজাদার দুর্বল হতে পারে ফলে রোজাটা ছেড়ে দিতে হতে পারে। এই পরিস্থিতিতে শিঙ্গা না লাগানোই উত্তম। বা বলা যায় রোজা রেখে রক্তদান না করা ভাল। যদি রুগির অবস্থা খুব বেশি খারাপ না হয় তাহলে ইফতারের পরে রক্তদান করতে পারেন। আপনার কষ্ট কম হবে।
রক্তদাতা যদি মনে করেন তিনি রক্তদানে অভ্যস্থ এবং দেহের থেকে ৪০০-৪৫- মিলি রক্ত নেয়ার পরেও তিনি শারীরিক ভাবে সবল থাকবেন এবং রোজাটি শেষ করতে পারবেন তাহলে রক্তদানে কোন বাধা নাই। রক্তদান করলে বা দেহের থেকে রক্তক্ষরণের কারণে রোজা নষ্ট হয় না। রক্ত দেয়ার পরে স্বাভাবিক ভাবেই পানির তৃষ্ণা বেড়ে যায়। আর ডাক্তাররাও বলেন রক্তদানের পরে বেশি বেশি লিকুইড
খাবার খেতে। যেন রক্তের জলীয় অংশটা দেহে ফেরত আসে। তাই রোজা থেকে রক্ত দিলে আপনার হয়ত একটু বেশি পিপাসা লাগবে বা একটু বেশি কষ্ট হবে কিন্তু এর মাধ্যমে যদি একজন মুমূর্ষু রুগির জীবন বাঁচে তাহলে এইটুক কষ্ট করতে ক্ষতি কী?
রোজা রেখে রক্তদান সম্পর্কে এই বক্তব্য শুনতে পারেন এখান থেকে
তাই আপনার যদি রক্ত দেয়ার পরেও সারভাইভ করার কনফিডেন্স থেকে থাকে তাহলে নির্দ্বিধায় রক্তদান করতে পারেন। যাদের স্বাস্থ্য ভাল বা ওজন তুলনামূলক বেশি তারা মনের জোর থাকলে নিশ্চিন্তে রক্ত দিতে পারেন। আপনাদের কোন রকম অসুবিধা হবার কথা না। রোজা রেখে রক্ত দেয়া একটু কষ্ট বিধায় জরুরি প্রয়োজনেও রক্তদাতা পাওয়া যায় না। তাই যাদের সামর্থ্য আছে তাদের উচিত মানুষের জীবন বাঁচাতে সাহায্য করা।
মানুষকে মানুষের রক্ত নিয়েই বেঁচে থাকতে হয়। রক্ত কারখানায় তৈরি করা যায় না।
For Buing Hosting: Visit: https://hostingbangladesh.com/billing/aff.php?aff=778
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন