আসসালামু আলাইকুম।
অনেক পুরোনো একটি লিখা, আবারো শেয়ার করলাম।
তো শিকার থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেলো। সে কোনো শিকার্ই পেলোনা।
রাতে জঙ্গল থেকে বের হতেও পারছে না।
তাই একটা গাছের নিচে রাত কাটাবে বলে ঠিক করলো।
ওই গাছে থাকত একটা হনুমান।
সে শিকারি কে বললো, হে শিকারী মানুষ তুমি নিচে থাকলে একটু পর বাঘ এসে তোমাকে খেয়ে ফেলবে, তারচেয়ে বরং তুমি গাছে উঠে আসো আর অর্ধেক রাত তুমি আমার কোলে মাথা রেখে গাছের ডালে শুয়ে ঘুমায়ো আর বাকি অর্ধেক রাত আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো।
শিকারী রাজি হয়ে গাছে উঠে ঘুমালো...
তার কিছুক্ষন পরে বাঘ এলো।
বাঘটি হনুমানকে ডেকে বললো, হনুমান তুই ও জানোয়ার আমিও জানোয়ার তোকে আমি কিছু করবো না। তুই মানুষটাকে নীচে ফেলে দে, আমি খেয়ে চলে যাই।
তখন হনুমানটি বললো....
না আমি মানুষটিকে কথা দিয়েছি, আমি ওকে দেখে রাখবো....
তখন বাগটি রেগে মেগে চলে গেলো।
তারপর মধ্য রাত। হনুমান দেকে তোলে মানুষ কে, মানুষের কোলে হনুমান মাথা রেখে ঘুমায়.....
রাতের শেষ প্রহরে বাঘটিও শিকার না পেয়ে ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছিলো....
তখন সে গাছে তাকিয়ে মানুষটিকে দেখলো যে বশে আছে। তাই বাঘ মানুষ কে বললো- হে মানুষ ত্মর আর আমার মদ্যে কোনো দন্দ নেই।
তুমি হনুমানটিকে নিছে ফেলে দাও আমি খেয়ে চলে জাই।
মানুষটা ভাবলো যে সত্যিই তো কষ্ট হচ্ছে তার চেয়ে ফেলে দি। এটা ভেবে সে ফেলে দেয় হনুমানটিকে।
হনুমান বানর প্রজাতির প্রানী... ঘুম ভেঙ্গেই একটা গাছের ডালে ঝুলে পড়ে.....
তারপর ঝুলে ঝুলে মানুষটির কাছে যায়।
আর বলে - হে মানুষ শোনো এই বাঘটি তোমাকে যা বলেছে আমাকেও একটু আগে তাই বলেছিলো....
আমি শুনিনি। কারণ আমরা জানোয়ার.... আর তোমরা হলো মানুষ.........
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন