গুজবে বাংলাদেশ!!
গুজব আজকাল আমাদের চারিপাশে অনেক বেশি সহ্য করা লাগছে!
এর কারণ যেমন অনেক আছে! এর ক্ষতিও অনেক আছে!
আসুন আজ এই গুজবের কিছু ঘটনার দিকে নজর দেই!
১। ১৯ ফেব্রুয়ারী ২০১৬ তে চাদপুরে গুজব ছড়ায় যে ডাকাত পড়েছে১ গ্রাম বাসিরা সারা রাত জেগে পাহারা দেয়!পরে দেখা যায় ব্যাপারটা গুজব! এখানে ক্লিক করে দেখে নিন সেদিনের প্রথম আলোর রিপোর্ট।
২। গুজব ছড়ায়ে অনেকে নিজের ফায়দা লুটতে চায়! যেমন মাওলানা সাঈদী কে চাদে দেখা গেছে বলে গুজব ছড়ানো হলো একবার! আর আজো সে কারনে সাঈদী ভক্তদের কথা শুনতে হয় অপর পক্ষের কাছে! কারই বা সার্থ বাড়লো এতে তা কে জানে!
৩। গুজব বন্ধ করতে বলে ইনজেকশন বের করেছে এক দল!! এতাও আবার গুজব কিনা কে জানে!! লিঙ্ক এখানে।
৪। যে জন্যে এই লিখা সেটা হলো ইদানিং blue whale নামক এক গেইম নিয়ে অনেক বেশি মাতামাতি হচ্ছে! কেউ কেউ এই গুজব ছড়াচ্ছেন যে ফোন অন রাখলেই গেইম একা একা ইনিস্টাল হবে, জোর করে এই গেম খেলাবে!!!
এগুলা সহ আরো কত কি!
আমাদের বাসার নিচ তলায় এক বাচ্চা থাকে! তার বয়স ৪ বছর বা ৫ বছর হবে! সে আজ আমাকে গেমস খেলতে দেখে এই ঘটনা শোনাচ্ছে আমাকে এভাবে - (ভিডিওটি দেখুন)
এগুলা সহ আরো কত কি!
আমাদের বাসার নিচ তলায় এক বাচ্চা থাকে! তার বয়স ৪ বছর বা ৫ বছর হবে! সে আজ আমাকে গেমস খেলতে দেখে এই ঘটনা শোনাচ্ছে আমাকে এভাবে - (ভিডিওটি দেখুন)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন