চেষ্টা।

মানুষ ইচ্ছে করলেই নিজেকে নিজে চালাতে পারে, শুধু দরকার নিজের ইচ্ছার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ চায় না নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে সামনে এগিয়ে যেতে।
কেউ হয়ত অনেক বেশি খাদক, সে ইচ্ছে করলেই খাওয়াটা নিজের কন্ট্রলে আনতে পারে,
আবার কেউ বা আমার মত খাবারের প্রতি অনিহাগ্রস্থ। সে ইচ্ছে করলেই পারে একটু বেশি খাওয়া দাওয়া করতে। কিন্তু আমরা সেটা করি না।

সব কিছুই ডিপেন্ড করে মানুষের চেষ্টার উপর।
আপনি চেষ্টা করুন দেখবেন তার ফলাফল ধনাত্মকভাবেই পাবেন।


আমি কথাগুলো নিজেকেই বললাম।

নাজমুস সাকিব


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুরস্কের কে এই ফতুল্লা গুলেন??? বিস্তারিত জানতে পড়ুন।

আল্লাহর সাথে কথোপকথন- পর্ব ১

পুলিশে নিয়গেই যেখানে দুর্নিতি ও অবক্ষয়। নিরাপত্তার প্রশ্ন আজ কোথায়??? কারা এই নিয়োগ প্রাপ্তরা?