চেষ্টা।
মানুষ ইচ্ছে করলেই নিজেকে নিজে চালাতে পারে, শুধু দরকার নিজের ইচ্ছার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ চায় না নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে সামনে এগিয়ে যেতে।
কেউ হয়ত অনেক বেশি খাদক, সে ইচ্ছে করলেই খাওয়াটা নিজের কন্ট্রলে আনতে পারে,
আবার কেউ বা আমার মত খাবারের প্রতি অনিহাগ্রস্থ। সে ইচ্ছে করলেই পারে একটু বেশি খাওয়া দাওয়া করতে। কিন্তু আমরা সেটা করি না।
সব কিছুই ডিপেন্ড করে মানুষের চেষ্টার উপর।
আপনি চেষ্টা করুন দেখবেন তার ফলাফল ধনাত্মকভাবেই পাবেন।
আমি কথাগুলো নিজেকেই বললাম।
নাজমুস সাকিব
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন